(ভিডিও) ‘জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজনীতি প্রতিনিধি, শনিবার   ১৮ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ২ ১৪৩২ :

জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, তারাই সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Advertisement

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপি রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এখন সময়ের সবচেয়ে জরুরি বিষয়। এর যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে।

বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় গণতান্ত্রিক সংস্কার সাধিত হবে। এর ফলে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে, যেখানে রাষ্ট্রের প্রতিটি অঙ্গে ভারসাম্য রক্ষা হবে, জনগণের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত হবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তিনি বলেন, আমরা নতুন যাত্রা শুরু করেছি। ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তবেই শহিদদের আত্মত্যাগ ও রক্তদান সার্থক হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমার জানা মতে এনসিপি এবং তিন-চারটি বাম রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তবে স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত রয়েছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। এতে আগামী নির্বাচনে কোনো বড় প্রভাব পড়বে না। গণতন্ত্রে মতভেদ থাকবেই, সেটাই স্বাভাবিক। সহনশীলতার মধ্য দিয়েই রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব।

জুলাই আন্দোলন নিয়ে কিছু সংগঠনের অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনের ভূমিকা রাখা কিছু সংগঠন অভিযোগ করছে, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনার পর বিষয়টি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। তারপরও যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা কিছু উশৃঙ্খল ব্যক্তির কাজ।

তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। গতকালও সেই তৎপরতা দৃশ্যমান ছিল। প্রকৃত জুলাই যোদ্ধারা এসব ঘটনায় জড়িত নয়।

Advertisement

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে বাংলাদেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এই জাতি মনে করে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধিই বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা। এখান থেকেই বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল।