‘মিল্টন সমাদ্দার নব্য কসাই, ফাঁসি চাই’(ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),আইন আদালত প্রতিনিধি,রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ  ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান ডিবির হাতে গ্রেফতার মিল্টন সমাদ্দারের ফাঁসির দাবি জানানো হয়েছে।

Advertisement

শনিবার (৪ মে) মিল্টন সমাদ্দারের বিচারের দাবিতে মানববন্ধন করেন কল্যাণপুরের বাসিন্দারা। সেখানে বক্তারা এমন দাবি জানান।

বক্তারা বলেন, মিল্টন সমাদ্দার সমাজেসেবার নামে সন্ত্রাসী কার্যক্রম করেছেন। এলাকায় আতংক ছড়িয়েছেন, এলাকার মানুষের ওপর অনেক অত্যাচার করেছেন। বৃদ্ধাশ্রমে মানুষদের মারধর করেছেন বলেও জানান তারা।

Advertisement


তারা আরও বলেন, সমাজসেবার আড়ালে সে যেসব কুকর্ম করত তা এখন সবার মুখেমুখে। তারা মিল্টন সমাদ্দারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তার ফাঁসি দাবি করে বক্তারা বলেন, ‘মিল্টন সমাদ্দারের মতো জঘন্য ব্যক্তির পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই।’

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে। বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ডিবি।

Advertisement


পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়। সেসব মামলায় আদালতে সোপর্দ করলে মিল্টন সমাদ্দারকে তিন দিনের রিমান্ড দেন আদালত।