১২ বছর ধরে বাজারে নকল স্যালাইন সরবরাহ, চক্রের ৩ সদস্য আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১ বঙ্গাব্দ   : দীর্ঘ ১২ বছর ধরে হুবহু এসএমসি স্যালাইনের মতো দেখতে নকল স্যালাইন তৈরি করে আসছে একটি চক্র। এতদিন ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও সম্প্রতি এই চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপরই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, এসব স্যালাইন তৈরিতে ব্যবহার করা হতো চিনি ও লবণের মিশ্রণ। যা খেলে কিডনি ছাড়াও লিভারের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

Advertisement

শনিবার (৪ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি জানান, চক্রটির ৩ সদস্যকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ২৮শ’ প্যাকেট নকল খাওয়ার স্যালাইন।

Advertisement

ডিবি প্রধান বলেন, দীর্ঘ ১২ বছর ধরে চক্রটি নকল স্যালাইন তৈরি করে আসছিল। অতিরিক্ত তাপদাহের কারণে বাজারে স্যালাইনের চাহিদা বাড়ায় সুযোগটি কাজে লাগায় তারা। শুধু চিনি ও লবণ দিয়ে এসব খাওয়ার স্যালাইন তৈরি করতো চক্রটি।

Advertisement

এই চক্রের আরও একজন পলাতক রয়েছে। তবে তাকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

Advertisement