(ভিডিও)বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক যোগাযোগ অক্ষুণ্ন রয়েছে: ভারতীয় সেনাপ্রধান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,আন্তর্জাতিক  প্রতিনিধি,মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২ :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক যোগাযোগ অক্ষুন্ন রয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ঢাকার অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নয়। তাই তাদের পদক্ষেপ নিয়ে বেশি চিন্তা করা হচ্ছে না। খবর আনন্দবাজার অনলাইন।

Advertisement

 

জেনারেল দ্বিবেদী বলেন, “সবার আগে জানতে হবে কোন সরকার সেখানে আছে। যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তারা যে পদক্ষেপ করছে তার মেয়াদ কতদিন? চার-পাঁচ বছর না কি চার পাঁচ মাস? সেটা থেকেই আমাদের বুঝতে হবে তারা যে পদক্ষেপ নিচ্ছে তার প্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন আছে, না কি নেই।”

Advertisement

 

এর পরেই তিনি জানান, ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ এবং বায়ুসেনা) সঙ্গেই যোগাযোগ রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর।

 

তিনি বলেন, “আমরা ওখানে প্রতিনিধিদল পাঠিয়েছিলাম। তারা গিয়ে বিভিন্ন স্তরে কথা বলেছেন। আমার সঙ্গে তাদের (বাংলাদেশ) সেনাপ্রধানের যোগাযোগ রয়েছে। নৌসেনা প্রধান এবং বিমান বাহিনী প্রধানেরও তাদের স্তরে কথা হয়েছে। উদ্দেশ্যে হল, কোনো স্তরেই যাতে কোনোভুল বোঝাবুঝি না হয়।”

Advertisement

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “আজকের দিনে ওদের তিন বাহিনী (বাংলাদেশ স্থল, নৌ এবং বিমানসেনা) যে পদক্ষেপ নিয়েছে তা কোনোভাবেই ভারত বিরোধী নয়।”

 

সেনা স্তরে দ্বিপাক্ষিক আস্থাবর্ধক কর্মসূচি এবং ‘কোর গ্রুপ স্তরের আলোচনা’ চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, “ওদের অফিসারেরা এখানে প্রশিক্ষণের জন্য আসেন, আমদের অফিসারেরাও যান।”

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের সমীকরণ দ্রুত বদলাচ্ছে। পাকিস্তানের কাছ থেকে চীনের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। ফলে নয়াদিল্লি-ঢাকা সংঘাতের প্রেক্ষপট তৈরি হচ্ছে বলে অনেকে পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু জেনারেল দ্বিবেদী কার্যত সেই সম্ভাবনা নাচক করে দিলেন মঙ্গলবার।