মার্কিন নির্বাচনমার্কিন নির্বাচন : আইওয়াতে হিলারির জয়

SHARE

5131যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন।

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন।

এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। ০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডেমোক্র্যাট দলের আরেক প্রার্থী ও ম্যালি।

যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্ট লেডি ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়। কিন্তু সে ধারণাতে কিছুটা ধাক্কা দিলো ককাশের এই ভোটাভুটি। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলছে, ডেমোক্র্যাট দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

এর আগে আইওয়ার ককাশে প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে প্রথমেই হার মানতে হয় রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি।