গাজীপুরের সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

SHARE

5119গাজীপুরের বোর্ডবাজার মালেকের বাড়ি এলাকায় ম্যাট্রিক্স সোয়েটার কারখানার আগুন পাঁচ ঘণ্টা চেষ্টার পর বেলা ১২টার দিকে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ঢাকা ও গাজীপুর ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় এ কারখানার অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন, আগুন নেভাতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলাগুলো থেকে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে তা পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন আহতের খবর পাওয়া গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান  জানান, ম্যাট্রিক্স সোয়েটার কারখানা ভবনের অষ্টম তলায় আগুন ধরেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান  জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়ার সময়ই আগুন লাগে। তবে ভবনে কেউ আটকা পড়েননি।

আটতলা ভবনটির সর্বোচ্চ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই ফ্লোরটি কারখানার গোডাউন হিসেবে ব্যবহার হয়। ইউরোপসহ বিভিন্ন দেশের অর্ডার করা মালামাল সেখানে মজুত ছিল। ঘটনার সময় ফ্লোরটি তালাবদ্ধ ছিল বলে জানান মজিবুর রহমান।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

চারদিনের ব্যবধানে ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় এ নিয়ে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে, গত ২৯ জানুয়ারি একই কারখানায় আগুনের ঘটনা ঘটে।