রাজন হত্যা মামলায় শামীমের আত্মসমর্পণ

SHARE

42শিশু সামিউল আলম রজন হত্যা মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে শামীম আত্মসমর্পণ করেছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী মাশরুর চৌধুরী শওকত।

শামীম আহমদকে রাজন হত্যা মামলার রায়ে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। শামীম এই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুল ইসলামের ভাই। রাজন হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ফাঁসির দণ্ড পাওয়া জাকির আহমদ ওরফে পাভেল পলাতক রয়েছেন। আর বাকি ৮ আসামি এখন কারাগারে সাজাভোগ করছেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

গত ৮ নভেম্বর এই হত্যা মামলার রায়ে ৩ জনকে ফাঁসি, একজনকে যাবজ্জীবনসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদের কারাণ্ডে প্রদান করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।