সোনার কাঠি ছবিতে গাইলেন এন্ড্রু কিশোর

SHARE

4043আজকাল আর খুব বেশি গাইতে দেখা যায় না ঢাকাই ছবির প্লে-ব্যাক আঙিনার মুকুটহীন সম্রাট এন্ড্রু কিশোরকে। তবে গানের কথা ও সুর ভালো লাগলে গেয়ে থাকেন। তেমনি নিজের ভালো লাগার তাগিদ থেকেই সম্প্রতি ‘সোনার কাঠি’ নামের একটি ছবির জন্য কণ্ঠ দিয়েছেন দেশীয় চলচ্চিত্রের গানে তিন যুগ পূর্তি করা এই শিল্পী।

রোমান্টিক লোকজ আবহের গানের কথাগুলো লিখেছেন অতনু তিয়াস। এর সংগীতায়োজনে আছেন অটামনাল মুন। ‘আয় সখী ভালোবাসি, পরানে পরান রাখি, নিশীথে সাজাই পালংক’- এমন কথার গানটির রেকর্ডিং গেল ২২ জানুয়ারি রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে।

এদিকে ‘সোনার কাঠি’ ছবিটি পরিচালনা করবেন মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ। তিনি এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টেলিছবি বানিয়ে হাত পাকিয়েছেন। বর্ডার ক্রস ফিল্মস লিমিটেডের প্রযোজনায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের দৃশ্যায়ন শুরু হবে মার্চে, বরিশালে। তবে গানগুলোর চিত্রায়ন হবে বান্দরবান, কুয়াকাটা ও বরগুনার তালতলীতে। ছবিটিতে গান থাকবে মোট সাতটি।