লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যানসহ ১২ জন জেলহাজতে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),লালমনিরহাটের হাতীবান্ধা প্রতিনিধি,রোববার, ১৯ মার্চ ২০২৩ : উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ ১২ জনকে কারাগারে পাঠিয়েছেন লালমনিরহাট জেলা জজ আদালতের বিচারক ইসরাফিল আলম।

Advertisement

রোববার (১৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা জজ আদালতে হাজিরা দিতে এলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম শুনানি শেষে উপজেলা চেয়ারম্যান মামুনসহ ১২ জনকে জেলহাজতে পাঠান।

Advertisement

 

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী হাতীবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার গত বছরের ৭ নভেম্বর চেয়ারম্যান অফিসে টিআর, কাবিখা প্রকল্পের বিষয়ে কথাবার্তা বললে আসামি হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হত্যা ও লাশ গুম করার হুমকি দেন।

Advertisement

এ ব্যাপারে বাদী আদালতে উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা করেন। মামলায় আসামিরা হাজিরা না দিলে উচ্চ আদালত তাদের হাজিরা দেয়ার ছয় সপ্তাহ সময় দেন। কিন্তু সে সময়ও তারা হাজিরা দেননি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Advertisement

লালমনিরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান। ছবি: সংগৃহীত