(ভিডিও)মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজনীতি প্রতিনিধি, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২১ ১৪৩২  :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত প্রার্থীদের তালিকা থেকে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়ন স্থগিত করেছে বাংরাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Advertisement

মঙ্গলবার (০৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (০৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তবে পরবর্তীতে অনিবার্য কারণবশত ওই আসন ও মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কামাল জামান মোল্লা। ছবি: সংগৃহীত