ঈদের পর আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২৫ এপ্রিল ২০২২ : জেলে যেতেই হচ্ছে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমকে। আজ সোমবার (২৫ এপ্রিল) তার সাজার রায় পৌঁছে নিম্ন আদালতে। সেখানে বলা হয়েছে, তার হাতে সময় আছে ৩০ দিন। আর সব বিবেচনায় রায় মেনে নিয়ে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ান ইলেভেনের মামলায় গেল বছর আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের সাজা বহাল রাখেন হাইকোর্ট। সেই রায়ের অনুলিপি আজ পৌঁছায় বিচারিক আদালতে। যেখানে তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, আত্মসমর্পণ না করে আপিল করতে পারবেন না হাজী সেলিম। সেই সঙ্গে সংসদ সদস্য পদের বৈধতা হারিয়েছেন তিনি। দুদকের হয়ে এই মামলায় লড়ছেন আইনজীবী খুরশীদ আলম খান।

আজ রায় নিম্ন আদালতে পৌঁছানোর পরপরই পৌঁছে যায় হাজী সেলিমের কাছেও। পরে তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, ঈদের পরই আত্মসমর্পণ করবেন হাজী সেলিম। আইন মেনেই জেলে যাবেন তিনি। এরপর আপিল বিভাগে জামিন আবেদন করবেন।

উল্লেখ্য, এ মামলায় হাজী সেলিমের অর্থদণ্ডও বহাল রাখা হয়েছে।