বিউটি পার্লার খুলছেন নিপুণ

SHARE

1201অপরূপ সৌন্দর্যের অধিকারী চিত্রনায়িকা নিপুণ। সৌন্দর্যকে ধরে রাখতে কত কিছুই না করেন তিনি! জিমে যান, ডায়েট মেনে চলেন, নিয়মিত রূপচর্চাও করতে হয় তাকে।

নতুন খবর হচ্ছে, এবার নিপুণ নিজেই একটি বিউটি পার্লার খুলছেন। সেটি হবে আন্তর্জাতিক মানের। নিপুণ  জানান, অনেকদিন ধরেই ঢাকায় একটি আন্তর্জাতিক মানের বিউটি পার্লার দেওয়ার ইচ্ছে ছিল তার। এবার সেই ইচ্ছের বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে।

তার ভাষায়, ‘পর্দার মানুষ হিসেবে রূপচর্চার বিষয়ে বরাবরই সচেতন থাকতে হয়। সেজন্য অন্যদের মতো আমারও এ নিয়ে দেশ-বিদেশে নানা অভিজ্ঞতা। তবে দেশের অভিজ্ঞতাগুলো খুব সুখকর নয়। আমি চাইছি সেই অভিজ্ঞতা থেকে একটা কিছু করার।’

যেমন ভাবনা, তেমন কাজ। রাজধানীর গুলশান-১ নম্বরে খুঁজে নিলেন একটি দোকান। বর্তমানে চলছে ডেকোরেশনের কাজ।

নিপুণ বলেন, ‘পার্লারে উন্নত সেবা এবং দেখভাল করার জন্য থাইল্যান্ড থেকে আসছে ৫ বিশেষজ্ঞ বিউটি কর্মী। খুব শীঘ্রই চালু হবে পার্লারটি।’