এয়ার ইন্ডিয়ার বিমানে বাসের ধাক্কা

SHARE

1069কলকাতা বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ছোট বিমান উড্ডয়নের অপেক্ষায় ছিল। এ সময় হঠাৎ একটি বাস এসে ধাক্কা দেয় বিমানটিকে। বিমানটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোর ৫ টার  দিকে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা বলেন, বাসের চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরে ঢুকে ওই বিমানটিতে আঘাত হানে। এ ঘটনায় বিমানটি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক মোমিন আলীকে আটক করেছে পুলিশ।

কর্মকর্তারা জানান, কলকাতা বিমানবন্দরের ৩২ নম্বর বে-তে পার্ক করা ওই বিমানটি আসামের শিলচরের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বাস বিমানটির বাম পাশের ডানায় আঘাত হানে। পরে ওই বিমানের যাত্রা বাতিল করা হয়েছে।  বিমান বন্দর কর্তৃপক্ষ ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে।