সরকারি গোয়েন্দাগিরি জানাবে ফেসবুক

SHARE

1019জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কোনো সরকারি গোয়েন্দা সংস্থা যদি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ তা ব্যবহারকারীকে আগেই জানিয়ে দেবে। এজন্য একটি নতুন ফিচার যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য টেলিগ্রাফের।

সর্ববৃহৎ এ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্টমস ফেসবুক ব্লগে লিখেছেন, আজ থেকেই শুরু হবে; কোনো দেশের সন্দেহভাজন কোনো হামলাকারী যদি আপনার ফেসবুক অ্যকাউন্ট থেকে তথ্য চুরি করার চেষ্টা করে, সেটা কোনো গোষ্ঠী কিংবা সরকারের পক্ষ থেকেও করা হয়, আর আমরা যদি তা নিশ্চিত হতে পারি, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো।

তবে ফেসবুক থেকে তথ্য চুরি চেষ্টা করা হচ্ছে তা কিভাবে সনাক্ত করা হবে সে বিষয়ে পরিস্কার কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। অ্যালেক্স স্টমস বলেছেন, আমাদের পদ্ধতি এবং প্রক্রিয়ার অখণ্ডতা রক্ষার জন্য সন্দেহভাজন হামলাকারীদের তথ্য হাতিয়ে নেয়ার প্রচেষ্টা কিভাবে সনাক্ত করা হবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়া সম্ভব নয়।