(ভিডিও)বরই পাতা দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো হয় কেন?

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিধি,শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২ :

প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। একজন মুসলিমের মৃত্যুর পর তার জানাজার আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পাদন করা সুন্নাহ। এর মধ্যে মৃতদেহকে গোসল করানোর বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

হাদিসের আলোকে জানা যায়, বরই পাতা, কর্পূর ও পবিত্রতার অন্যান্য উপকরণ ব্যবহার করে মৃতকে গোসল দেয়া সুন্নত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মেয়ে জয়নব (রা.)-এর ইন্তেকালের পর তার দাফন সংক্রান্ত বিষয়সমূহে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছিলেন।

 

উম্মে আতিয়্যা আনসারী (রা.) থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায়, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

  

তোমরা তাকে তিন, পাঁচ বা প্রয়োজন মনে করলে তার চাইতে বেশি বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবারে কর্পূর ব্যবহার করবে। বরই পাতা প্রাকৃতিক উপাদান হিসেবে পবিত্রতা ও জীবাণুনাশক গুণাবলী সম্পন্ন। এটি মৃতদেহকে পরিষ্কার ও পবিত্র করার জন্য ব্যবহৃত হয়। কর্পূরের ঘ্রাণ মৃতদেহের পবিত্রতা বৃদ্ধি করে, দাফনের আগে উপস্থিত মানুষদের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে।

 

  

বরইপাতার উপকারিতা ও গুণাগুণ বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত। গরম পানিতে সিদ্ধ বরইপাতার অ্যান্টিসেপটিক উপাদান পরিষ্কার-পরিচ্ছন্নতায় বেশ কার্যকর। পোকামাকড়ের আক্রমণ ও‌ পচন রোধ করতে সক্ষম।

 

মুসলিম জীবনের শেষ অধ্যায়েও ইসলামের সৌন্দর্য ও শৃঙ্খলা প্রতিফলিত হয়। মৃতের গোসল, কাফন এবং দাফন প্রক্রিয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি মৃতের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর ইসলামের পবিত্রতার অনুশীলন।
বরই পাতা ও কর্পূরের ব্যবহার মৃতের দেহকে পরিষ্কার ও পবিত্র রাখার ক্ষেত্রে সুন্নাহ নির্দেশিত পদ্ধতি। ছবি: সংগৃহীত