শেষ ম্যাচেও ক্লাবকে ট্রফি এনে দিলেন রাউল

SHARE

রাউল গঞ্জালেজ ব্ল্যাঙ্কো৷ যদিও সারা পৃথিবী এই স্প্যানিশ স্ট্রাইকারকে রাউল বলেই একডাকে 1চেনে৷ রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরাদের একজন তিনি৷ একথা বলার অপেক্ষা রাখে না৷ ১৯৯৬-২০১০ পর্যন্ত ‘দ্য হোয়াইটস’দের হয়ে সাত নম্বর জার্সিধারী এই পাঁচ ফুট ১১ ইঞ্চির মানুষটাই ইউরোপিয়ান ফুটবলে দাপিয়ে বেড়িয়েছিলেন৷মাসখানেক আগেই ফুটবলকে অবসর জানালেও সোমবারই কেরিয়ারের শেষ পেশাদার ম্যাচটি খেলা হয়ে গেল তার৷

৩৮ বছরের রাউল নিউ ইয়র্ক কসমসকে ৩-২ জেতাতে সাহায্য করলেন ওটাওয়া ফুরির বিরুদ্ধে৷এই জয়ের সঙ্গেই পেলের ক্লাবে জিতে গেল নর্থ আমেরিকান সকার লিগ বোল৷শেষ ম্যাচে খেতাবা হাতে ফুটবলারদের কাঁধে চেপেই মাঠ ছাড়লেন তিনি৷ম্যাচের পর রাউল বলছেন,‘ কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললাম আমি৷এরপর নতুন কোনও প্রজেক্ট দিয়েই আমার জীবন শুরু করব৷শেষ দিনে মিশ্র অনুভূতি হচ্ছে আমার৷’

১৬ বছর রিয়াল মাদ্রিদে খেলেছিলেন রাউল৷৭৪১টি ম্যাচে ৩২৩টি গোল করে রাউলই ছিলেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ স্কোরার৷সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাকে টপকে গিয়েছেন৷ রাউলের এই ক্লাবের প্রতি অবদানও অপিরসীম৷ কারণ তার সৌজন্যেই ‘লস ব্ল্যাঙ্কোস’রা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ (১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০, ২০০১-০২), ছ’বার লা লিগা ( ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭, ২০০০-০১, ২০০২-০৩, ২০০৬-০৭, ২০০৭-০৮), একবার উয়েফা সুপার কাপ (২০০২), চারবার সুপারকোপা দে এসপানা (১৯৯৭,২০০১,২০০৩,২০০৮) ও দু’বার ইন্টারকন্টিনেন্টাল কাপ (১৯৯৮,২০০২) পেয়েছে৷ পরিশেষে একথা বলাই যায় রিয়াল মাদ্রিদের ইতিহাসে রাউলের স্বর্ণাক্ষরেই লেখা থাকবে৷- সংবাদমাধ্যম