(ভিডিও)ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পাড়িয়ে হত্যা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,রাজনীতি প্রতিনিধি,শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২ :

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৬) প্রতিপক্ষের একদল লোক পা দিয়ে পাড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

Advertisement

 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনি কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে যান নজরুল ইসলাম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক ফরহাদ, আজহারুল, শাহাজাহান মেম্বার, আদম আলীসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। এ সময় একদল লোক নজরুলকে পাড়িয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নজরুলের এক ভাই হাসপাতালে বিলাপ করতে করতে বলেন, ‘‘আমি বিচার চাই। আমার ভাইকে পাড়িয়ে মেরে ফেলা হয়েছে। রোমান, আজহারুলসহ আরো অনেকেই হামলার সময় ছিল।’’ তার এই বক্তব্যের ভিডিও ফুটেজ রাইজিংবিডি ডটকমের হাতে রয়েছে।

 

নজরুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল অভিযোগ করেন, ‘‘প্রিন্স ভাইয়ের লোকজনের হামলায় আমার সমর্থক নজরুল নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’

Advertisement

তবে, অভিযোগের বিষয় নাকচ করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘‘আমি এখন হালুয়াঘাটে আছি। এই বিষয়ে পুরাপুরি অবগত নই। তবে প্রাথমিকভাবে যতটুকু শুনেছি, পারিবারিক ঝামেলা থেকে এ ঘটনা ঘটেছে। এখন এতে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা চলছে।’’

ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নজরুল ইসলাম।