ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ || অগ্রহায়ণ ৬ ১৪৩২ :
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। দুবাইয়ের এয়ারশোতে প্রদর্শনী উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এছাড়া ভারতের বিমান বাহিনী (আইএএফ) ঘটনাটি নিশ্চিত করেছে এবং বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে তারা তদন্ত কমিটিও গঠন করেছে বলে জানানো হয়েছে। খবর- ডন
এএফপি বলছে, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) নির্মিত তেজস যুদ্ধবিমানটি স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনার মুখে পড়ে। উড্ডয়নরত অবস্থায় মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায় এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে থাকে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, তেজস যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে।
পোস্টে বলা হয়,‘দুবাই এয়ারশোতে প্রদর্শনী উড্ডয়নের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পাইলট গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন।’ এতে আরও বলা হয়,‘এই মৃত্যুতে আইএএফ গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’
এদিকে দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এর ফুটেজ ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, বিমানটি বেশ নিচু উচ্চতায় রোল সম্পন্ন করার পর প্রায় এক মাইল দূরে গিয়ে বিধ্বস্ত হয় এবং সেটিতে আগুন ধরে যায়।
হিন্দিতে ‘তেজস’ শব্দের অর্থ ‘প্রভা’ বা ‘উজ্জ্বলতা’। দেশীয়ভাবে নকশা করা ও নির্মিত এই যুদ্ধবিমান ২০১৬ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। নকশাগত সীমাবদ্ধতা ও অন্যান্য চ্যালেঞ্জের কারণে খুব দ্রুতই বিমানটি বিতর্কিত হয়ে ওঠে এবং একসময় ভারতীয় নৌবাহিনী এটিকে প্রত্যাখ্যানও করে।
Advertisement

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া দ্বিবার্ষিক এই এয়ারশোটি দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হচ্ছে। ২১ তারিখই এই এয়ারশো সম্পন্ন হওয়ার কথা রয়েছে।



