ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মোহাম্মদপুর প্রতিনিধি,শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ || অগ্রহায়ণ ৬ ১৪৩২ :
Advertisement
গতকাল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে বহুল আলোচিত, ছিনতাইকারী গডফাদার, রক্তচোষা গ্রুপের মূল হোতা ‘রক্তচোষা’ জনিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

র্যাব-২-এর অধিনায়ক আরো বলেন, জনি তার প্রতিপক্ষকে কুপিয়ে রক্তাক্ত করে এবং সেই রক্ত পান করে। এই পৈশাচিক আচরণের কারণেই তাকে স্থানীয়রা ‘রক্তচোষা জনি’ নামে চেনেন। জনি ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে ২৩ জনের একটি সক্রিয় বাহিনী মোহাম্মপুর, ঢাকা উদ্যান, নবোদয়, চন্দ্রিমা ও নবীনগর এলাকায় ত্রাস সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, গত ৪ অক্টোবর জনির অনুসারীরা হাবিবুল্লাহ নামের এক চা দোকানিকে বিল চাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে জখম করে।
Advertisement

জনির বরাত দিয়ে খালিদুল হক বলেন, চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল সে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক, অস্ত্র ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।



