তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে যেসব প্রস্তাব দিলো বিএনপি (ভিডিও)

SHARE

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি, সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২   :

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে কয়েকটি নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি। রোববার (১৩ জুলাই) কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় ধাপের ১২তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সামনে এ প্রস্তাব তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

Advertisement

এ সময় বিএনপির এই নেতা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল সম্পর্কে পুরো জাতির মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই উল্লেখ করেন। তিনি বলেন, আগের তত্ত্বাধায়ক সরকার পুরোপুরি জুডিশিয়ারি (বিবার বিভাগ) নির্ভর ছিল। কিন্তু আমরা এখন চাই, ঐকমত্যের ভিত্তিতে কয়েকটি বিকল্প কাঠামো তৈরি হোক, যেন বিচার বিভাগকে এর সঙ্গে সম্পৃক্ত না করে প্রধান উপদেষ্টা নিয়োগ করা সম্ভব হয়।

সালাউদ্দিন আহমেদ নতুন প্রস্তাব নিয়ে বলেন, সংসদ বিলুপ্ত হওয়ার ৩০ দিন আগে রাষ্ট্রপতি সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে একজন উপযুক্ত নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। এ ক্ষেত্রে যদি ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে প্রধান উপদেষ্টা পদে কারও নাম প্রস্তাব করতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকারকে (বিরোধী দল থেকে) নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করার জন্যও প্রস্তাব দেয় বিএনপি।

দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এ কমিটির সভাপতিত্ব রাষ্ট্রপতি বা স্পিকার যে কেউ করতে পারবেন। তবে সভাপতিত্ব যদি রাষ্ট্রপতি করেন, তাহলে কমিটিতে তার কোনো ভোটাধিকার থাকবে না। তিনি কেবল শুনানি করবেন। আর স্পিকার সভাপতিত্ব করলে ভোটাধিকার থাকবে তার।

Advertisement

এ সময় প্রধান উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে পাঁচ সদস্যের একটি কমিটির ধারণাও তুলে ধরে বিএনপি। এতে চার সদস্যের সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের কেউ একজন প্রতিনিধি হিসেবে যুক্ত হবেন। কমিটির সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি এবং এ ক্ষেত্রে ভোটাধিকার থাকবে তার। এছাড়া বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং ৫ শতাংশ ভোট পাওয়া বিরোধী দলগুলোর প্রতিনিধি নিয়ে একটি সুপারিশ কমিটি গঠনেরও প্রস্তাব দেয় বিএনপি।

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

এদিন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। এতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার অংশ নিয়েছিলেন আলোচনায়।