ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি, সোমবার ১৪ জুলাই ২০২৫ || আষাঢ় ৩০ ১৪৩২ :
খুলনায় ফিল্মি স্টাইলে খাদ্য পরিদর্শ সুকান্ত কুমার মজুমদারকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে উদ্ধার করেছে পুলিশ।
Advertisement

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের একটি স্কুলের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়।
কেএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে খুলনা নগরীর ৫ নম্বর ঘাট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে সুকান্ত কুমার মজুমদারকে ট্রলারে করে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। অপহরণের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়।
Advertisement

অপহরণের ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই জনসহ আরও তিন জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, “লিখিত অভিযোগে বলা হয়েছে, অপহরণকারী বাবু মণ্ডল আগে সুকান্ত কুমার মজুমদারের কাছে একাধিকবার টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। ওই কারণেই তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
ওসি জানান, এ ঘটনায় রুপসা উপজেলার বেলফুলিয়া গ্রামের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক ও বিকাশ এজেন্ট আলমগীর কবিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, অপহরণকারীদের চাহিদা অনুযায়ী আলমগীর কবিরের বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়েছিল।
তেরখাদার আজগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম জানান, সুকান্ত কুমার মজুমদারকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয় এবং তাকে কেএমপি ও জেলা ডিবির কাছে হস্তান্তর করা হয়।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
সুকান্ত কুমার মজুমদার খুলনার ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।



