দুর্নীতি, মাফিয়াদের দল চাই না: নাহিদ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২   :

নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আমরা দুর্নীতি, মাফিয়া, ব্যবসায়ীদের দল চাই না। আমরা চাই, যে দল  আপনার কথা বলবে, আপনার সমস্যার কথা বলবে; সেই দল। এনসিপি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি একটি দল।’’

Advertisement

 

জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করছে এনসিপি। এর অংশ হিসেবে রবিবার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় পথসভায় তিনি এ সব কথা বলেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের কথা বলতে গেলে থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্রের পাঁয়তারা করে লাভ হবে না।’’

Advertisement

 

 

তিনি আরো বলেন, ‘‘দেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে। আবারো রাজপথে নামতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা বার বার রাজপথে নামতে চাই না। আমরা দেশের ভিতর বিভাজন চাই না। মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু যারা জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তাদের সঙ্গে ঐক্য করা সম্ভব না।’’

 

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রপ্রতিনিধি নির্বাচনের জন্য ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব শেখ আখতার হোসেন।

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

 

এ সময় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান উপস্থিত ছিলেন।

দুর্নীতি, মাফিয়াদের দল চাই না: নাহিদ