ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার ২৪ জুন ২০২৫ || আষাঢ় ১০ ১৪৩২ :
যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইরানে তীব্র হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
Advertisement

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে ‘জোরদারভাবে প্রতিক্রিয়া জানানোর’ নির্দেশ দিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, তিনি আইডিএফকে ‘তেহরানের কেন্দ্রস্থলে শাসকদের লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিক্রিয়া জানাতে’ নির্দেশ দিয়েছেন।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN/
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।



