ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকার মহাখালী প্রতিনিধি,বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ৬ ১৪৩১ :
ঢাকার মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙচুর চালানো হয়েছে বেশ কিছু দোকানে।
Advertisement

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রিকশাচালকরা রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি মোকাবিলায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তবে বিক্ষুব্ধ রিকশাচালকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে রিকশাচলকরা বিক্ষোভ করছেন। বেশ কিছু দোকানপাটেও তারা ভাঙচুর চালায়। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য অনেকে শপিং মলে আশ্রয় নেন।
Advertisement

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির ট্রেন চলাচল বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে জসিম মিয়া নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে বলেন, ‘‘এক লাখ টাকা ঋণ করে অটোরিকশা কিনছি। এখন যদি চালাতে না দেয় তাহলে কী করে ঋণের টাকা দেবো, আর কীভাবেই বা সংসার চালাবো। তাই বাধ্য হয়ে রাস্তায় নামছি।’
Advertisement


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে রিকশাচলকরা (ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)


