পাকিস্তান লিগে বেল-অ্যান্ডারসন

SHARE

166প্রথম বারের মত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর  উদ্বোধনী এই আসরে খেলতে যাচ্ছেন ইংলিশ তারকা ইয়ান বেল ও জেমস অ্যান্ডারসন। ইতোমধ্যেই নিলাম প্রক্রিয়ায় যুক্ত হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ইয়ান বেল ও জেমস অ্যান্ডারসন।

পাকিস্তানের পাঁচটি প্রাদেশিক শহরের নামে টি-টোয়েন্টি আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল অংশ নিচ্ছে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি শু‍রু হয়ে ২৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের পর্দা নামবে।

ইতোমধ্যেই ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, রস টেইলর, জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান, তামিম ইকবাল, স্টিভেন ফিন, কেভিন পিটারসেন, জেমস ফকনার, শেন ওয়াটসনের মতো তারকা ক্রিকেটাররা পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দুই ভেন্যু দুবাই ও শারজায় মোট ২৪টি ম্যাচ মাঠে গড়াবে। ডিসেম্বরে নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে দলগুলোর খেলোয়াড় নির্বাচন চূড়ান্ত হবে।