ডিএমপি’র ৫ থানায় ওসি বদলি ও পদায়ন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৬ ফেব্রুয়ারি : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় অফিসার্স ইনচার্জ (ওসি) বদলি ও পদায়ন করা হয়েছে। অাজ শনিবার উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে গুলশান থানা, কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসানকে শাহবাগ থানা, ভাষানটেক থানার ওসি মো. নজরুল ইসলামকে মিরপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, শেরে বাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী ছাব্বীর আহ্ম্মদকে ভাষানটেক থানা ও তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমানকে কোতোয়ালি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।