(ভিডিও)আশুলিয়ায় বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আশুলিয়া প্রতিনিধি, বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২ :

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনের উত্তাপ পেয়ে বাসের ভেতরে থাকা ঘুমন্ত চালক দ্রুত জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচলেও আহত হয়েছেন। তবে পুড়ে গেছে পুরো বাসটি।

Advertisement

(এনসিপি থেকে মনোনয়ন নিলেন তাসনিম জারা)

গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী। তিনি বলেন, ‘খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে যায়।’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

স্থানীয়রা জানান, ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহন নামের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাইপাইল আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের চালক সাত্তার বলেন, ‘গাড়ির ভেতর ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিৎকার দিয়েছি। তখন তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। লাফিয়ে পড়ার কারণে হাঁটুতে আঘাত পেয়েছি।’

Advertisement

পুলিশ জানায়, এ ঘটনায় কোনো হতাহত না হলেও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

আগুনে পুড়ে যাওয়া আলিফ পরিবহন। ছবি- সংগৃহীত