
৩ নভেম্বর দুপুর ১২:৩০ টার দিকে ঘটে যাওয়া ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আন্তর্জাতিক প্রতিনিধি, রোববার ০৯ নভেম্বর ২০২৫ || কার্তিক ২৫ ১৪৩২ :
ভারতের গুজরাটের একটি গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিলেন এক নারী। ডাকাতি করার জন্য পরিকল্পনামতো দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এরপর দোকানদার তাকে ২৫ সেকেন্ডের মধ্যে প্রায় ২০ বার থাপ্পড় মারেন।
Advertisement

ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। ৩ নভেম্বর দুপুর ১২:৩০ টা নাগাদ। এরপর সিসিটিভিতে ধরা পড়ার পর থেকে ঘটনাটি ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুখ ঢাকা অবস্থায় ওই নারী আহমেদাবাদের রানিপ সবজি বাজারের কাছে সোনা-রুপার দোকানে ক্রেতার ছদ্মবেশে প্রবেশ করেন। কিছুক্ষণ পরেই হঠাৎ দোকানদারকে ডাকাতির চেষ্টায় চোখে মরিচের গুঁড়ো ছুড়ে দেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

কিন্তু, মরিচের গুঁড়ো তার চোখ পর্যন্ত যায় না। নারীর উদ্দেশ্য বুঝতে পেরে, দোকানদার তৎক্ষণাৎ উঠে তাকে বারবার চড় মারতে থাকেন। একনাগাড়ে ২৫ সেকেন্ডের মধ্যে প্রায় ২০ বার মারেন। তারপর কাউন্টারে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে দোকান থেকে টেনে বের করে আনেন।
পুলিশ কর্মকর্তারা জানান, দোকানদার ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানিয়েছেন, তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নারীকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।
আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিশ্চিত করেছে যে তারা অভিযোগ দায়েরের জন্য দুবার অভিযোগকারীর সাথে দেখা করেছেন।
Advertisement
এদিকে, বৃহস্পতিবার এক্স-এ এক বিবৃতিতে আহমেদাবাদ পুলিশ বলেছে, ‘এই ক্ষেত্রে, অভিযোগকারীর সাথে এই বিষয়ে বিবৃতি নেয়ার জন্য দুবার ব্যক্তিগতভাবে দেখা করা হয়েছিল এবং তাকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল, কিন্তু অভিযোগকারী ব্যবসায়ী এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করতে আগ্রহী নন। তবুও, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের সন্ধানের জন্য তদন্ত শুরু করা হয়েছে।’
সূত্র: এনডিটিভি



