ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে, সোমবার ১৩ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২৮ ১৪৩২ :
কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
Advertisement
রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি (সেননগর সরকার বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে মো. সোহাগ রানা (৩০)।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
পুলিশ জানায়, সোহাগ রানা দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিতভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীন-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এএসআই রাসেল মিয়া, সোহরাব হোসেন ও কনস্টেবল উত্তম কুমার রায় অংশ নেন।
Advertisement
এ বিষয়ে ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কমকে বলেন, “গ্রেপ্তার সোহাগ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”