(ভিডিও)৩৫ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড নীলফামারী, ঘরে ঘরে কান্নার রোল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),নীলফামারীর কিশোরগঞ্জ  প্রতিনিধি, বুধবার   ০৮ অক্টোবর ২০২৫ ||  আশ্বিন ২৩ ১৪৩২ :

নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ের তাণ্ডবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ৩৫ সেকেন্ডের দমকা হাওয়ায় বিধ্বস্ত হয়েছে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় পুরো গ্রামাঞ্চল। উপড়ে পড়ে গাছপালা, ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি।

Advertisement

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভাঙা ঘরবাড়ির মালামাল ও গাছপালা সরিয়ে ফেলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ নিজের উদ্যোগে ঘর মেরামতের চেষ্টা করছেন, কেউ আবার এখনো খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন। অনেকজনকে নিজের বিধ্বস্ত ঘরের পাশে কাঁদতেও দেখা গেছে।


রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ১১টি পাড়ায় এ ঘটনা ঘটে। 


Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫


সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ের পর গ্রামজুড়ে এখন এক করুণ দৃশ্য। কোথাও ভাঙা ঘরের টিন, কোথাও উপড়ে পড়া গাছ আর বিদ্যুতের খুঁটি চারপাশে যেন কেবল ধ্বংসাবশেষ। বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় প্রায় এক হাজার পরিবার অন্ধকারে ডুবে আছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ খুঁটি মেরামত ও নতুন করে সংযোগ স্থাপনের কাজ শুরু করেছে। ঝড়ের পরই জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেন।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে নীলফামারী জেলায় চলছে অবিরাম বৃষ্টিপাত ও মাঝারি ঝড়ো হাওয়া। শনিবার সকাল থেকে রোববার দুপুর ১টা পর্যন্ত ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার গভীর রাত থেকে বাতাসের গতি বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে থাকে। সকাল ৮টার দিকে ঝড় আঘাত হানে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে। ঝড়ে লন্ডভন্ড হয়েছে ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের নিম্নলিখিত ১১টি পাড়া মাঝাপাড়া, বানিয়াপাড়া, হাজীপাড়া, পোদ্দারপাড়া, জিকরুল মেম্বার পাড়া, বাবুপাড়া, চেয়ারম্যানপাড়া, বৈরাগীপাড়া, মুন্সিপাড়া ও কালিরথানপাড়ায়।

Advertisement


মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। এখন তাদের একটাই প্রত্যাশা দ্রুত ঘরবাড়ি পুনর্নির্মাণ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, ‘ঘর বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায়তা ও টিন বরাদ্দ দেয়া জন্য ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত এগুলোর ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসহ প্রশাসনিক সব বিভাগ সর্বক্ষণিক তদারকিতে রয়েছেন।’