ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),হাটহাজারী প্রতিনিধি, সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ২৪ ১৪৩২ :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
Advertisement
এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার আমির মো. সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত একটি বক্তব্য বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজ আকারে প্রকাশিত হয়েছে এবং জামায়াতে ইসলামীর দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতে ইসলামী মনে করে, এ বক্তব্য সিরাজুল ইসলামের নিজস্ব, যাতে বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম বলেন, ‘‘সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়ে যে মন্তব্য করেছেন, এটা তার ব্যক্তিগত ও দায়িত্ব-জ্ঞানহীনতার পরিচয়। যার কারণে আমরাও বিব্রতকর একটি পরিস্থিতির মধ্যে পড়েছি। যে কারণে সবার সম্মতিক্রমে আমরা তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছি।’’
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’’