ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ || অগ্রহায়ণ ৩০ ১৪৩২ :
Advertisement
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় রুটিন আলাপ ছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাইযোদ্ধা ওসমান হাদিসহ জুলাইয়ের সংম্মুখসারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে।
উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোন ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। তিনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছেন আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন। এ জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যেকোনো ধর্মের হোন না কেন তার জন্য আপনারা সবসময় দোয়া করবেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ওসমান হাদির আসামি ধরার প্রক্রিয়াটা কতদূর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে, আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো ধরতে পারবে।
আসামি চিহ্নিত করতে পেরেছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, অলরেডি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে।
জুলাইযোদ্ধাদের কীভাবে নিরাপত্তাটা দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, এ জুলাইযোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিয়েছি। ওই কমিটি এসেস করে তারপরে তারা ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ তারিখে আসবে তার নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে সেটা নিয়ে আপনারা কী করছেন জানতে চাইলে বলেন, তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কোন শঙ্কা নেই তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নেব।
জুলাইযোদ্ধা ছাড়াও যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, তাদের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব এবং তাদের ক্ষেত্রে আপনাদের সামনেও বললাম তারা নিজেদেরও যদি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স নিতে চায় আমরা ওই লাইসেন্স দেবো।
Advertisement

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন রাজধানীতে দিনদুপুরে একজন সম্ভাব্য প্রার্থীর এভাবে গুলির শিকার হওয়ার ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন ঘটনা ঘটিয়ে যাতে কেউ নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


