ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নির্বাচন কমিশন প্রতিনিধি,রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ২৩ ১৪৩২ :
নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি যে ৩০০টি সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে, তা নিয়ে আইন অনুযায়ী কোনো ধরনের প্রশ্ন তোলা বা আদালতে আপত্তি জানানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
Advertisement
তিনি বলেন, “আন্দোলন কিংবা বিক্ষোভ করেও এতে কোনো লাভ হবে না।”
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার প্রকাশিত নতুন তালিকায় প্রায় ৫২টি আসনে সীমান্ত সংশোধন করা হয়েছে। গাজীপুরে একটি আসন বেড়েছে, অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমেছে। নতুন এই সীমানায় অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
কমিশনার বলেন, “সীমানা পুনর্নির্ধারণে ২০২২ সালের আদমশুমারি, হালনাগাদ ভোটার তালিকা, প্রশাসনিক কাঠামো ও ভৌগলিক বাস্তবতা বিবেচনা করা হয়েছে। কোনো একটি বিষয়ের ওপর নির্ভর করলে সমস্যা হতে পারে, তাই সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত করা হয়েছে।”
তিনি আরো বলেন, “আমরা খসড়া প্রকাশের পর দাবি-আপত্তি শুনেছি। সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। কমিশন নিরপেক্ষভাবেই কাজটি করেছে।”
সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ হলেও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এতে কাজ হবে না। আনোয়ারুল ইসলাম বলেন, “আইনের চোখে এসব প্রতিবাদের কোনো মূল্য নেই। যারা আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্য কী, তা পরিষ্কার নয়।”
কমিশনার বলেন, “চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে। নিবন্ধনের শেষ ধাপে নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে।”
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ঘিরে কোনো অস্থিরতার তথ্য কমিশনের কাছে নেই বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।