ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,শনিবার ১৪ জুন ২০২৫ || জ্যৈষ্ঠ ৩১ ১৪৩২ :
রাজধানীর উত্তরায় ফিল্মি স্টাইলে র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement

শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “ওরা (ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা) আমাদের বলেছে তাদের এক কোটি ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।”
এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নম্বর ও সিসিটিভি ফুটে সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা না হলেও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী রাইজিংবিডিকে বলেন, “ঘটনাটি সকালে আমিও শুনেছি, তখন থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।এক শ্রেণির অপরাধীরা র্যাবের পোশাক পরে এ ধরনের অপরাধ করছে বলে আমাদের কাছে তথ্য আসছে।”
Advertisement

এদিন দুপুরে র্যাব-১ এর কার্যালয়ে সাংবাদিকরা এই ছিনতাই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, “তিনি যদি র্যাবের হন সেও ছাড়া পাবে না। অনেক সময় র্যাব-পুলিশের পোশাক পড়ে অনেকে অনেক অপকর্ম করছে তারাও পার পাবে না।”


