ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),রাজধানীর কাকরাইল প্রতিনিধি, বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ || জ্যৈষ্ঠ ১ ১৪৩২ :
রাজধানীর কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টার আন্দোলন শেষে পূরণ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি। তাদের সকল দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
Advertisement
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।
সেখানে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত। সেই সঙ্গে স্থায়ী হলের কাজ চলবে বলেও জানিয়েছেন জবির ভিসি।
Advertisement
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যেই জবির বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।
জানা যায়, তিন দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেল চারটায় অনশন শুরু করেন তাঁরা।
Advertisement
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বেলা ৩টা ৫০ মিনিটে গণ–অনশন শুরুর ঘোষণা দেন।
৫০ ঘণ্টা রাজপথে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।