মধ্যরাতে সরিয়ে দেয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),রাজনীতি প্রতিনিধি, শনিবার   ০৩ মে ২০২৫ ||  বৈশাখ ২০ ১৪৩২  :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং নিরাপত্তা ঝুঁকির অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই দুই কেবিন ক্রু হলেন আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম।

Advertisement

বিমান সূত্র জানায়, সোমবার (৫ মে) হিথ্রো থেকে ঢাকাগামী বিজি-২০২ ফ্লাইটে খালেদা জিয়া, তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা থাকবেন।

খালেদা জিয়ার ফ্লাইটের ঠিক তিনদিন আগে কেন ওই দুই কেবিন ক্রুকে সরিয়ে দেয়া হলো তা নিয়ে বিমানে নানান আলোচনা চলছে। বিমানের প্রশাসন বিভাগ ও গোয়েন্দা সূত্র জানায়, কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠতা ছিল। নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ মে) সন্ধ্যায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইট। ফ্লাইটে খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন। আগাম প্রস্তুতি হিসেবে শুক্রবার (২ মে) দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সার মো. কামরুল ইসলাম এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট।

Advertisement

তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দুজনের নাম বাতিল করা হয়। পরে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে ওই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়।

অন্যদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রতি বছর ১৫ আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা তিনি।

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ভিআইপি যাত্রীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়। যেকোনো ধরনের সন্দেহ থাকলে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি