মেঘনা থানার ওসির আশ্বাসে গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয় (ভিডিও)

SHARE

https://www.facebook.com/share/v/1ArL2oKiVK/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বিশেষ প্রতিনিধি, শনিবার   ০৩ মে ২০২৫ ||  বৈশাখ ২০ ১৪৩২  :

কুমিল্লা মেঘনা উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন এর হিজলতলী গ্রামে প্রবাসীর স্ত্রীকে গণ ধর্ষণের অভিযোগে এবং ধর্ষকদের বিচার এর দাবিতে গতকাল বিকেল তিনটায় মেঘনা উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেন ।

Advertisement

কিন্তু গত এক আসামি গ্রেফতার ও মেঘনা থানার ওসির অনুরোধে মানববন্ধন স্থগিত ঘোষণা করেন মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর সভাপতি মোখলেছুর রহমান ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখা সভাপতি মোঃ আলমগীর হোসেন, পরে বিকেল তিনটায় ওসির আহ্বানে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ ওসির সাথে সাক্ষাৎ করে বিষয়টি দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওসি ও গণ অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ কে আশ্বস্ত করেন অভিযুক্তদের অতিদ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের আশ্বাসে দেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মেঘনা উপজেলা সভাপতি মোঃ মোখলেছুর রহমান বলেন গণ অধিকার পরিষদ সত্য ও ন্যায়ের পথে অবিচল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর সভাপতি মোঃ আলমগীর হোসেন ও মেঘনা মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং পুলিশকে ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাই এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান।

Advertisement

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) রুপ মিয়া হোসেন রাজ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলা সভাপতি মোঃ রমজান মিয়া, ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা সভাপতি আমির ইসলাম রহিম, গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এম কে রশিদ , গণণেতা টিপু, ইমতিয়াজ, যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলা সাংগঠনিক সম্পাদক বিন ইয়ামিন,এ ছাড়া মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদ মাসুম সরকার, রোমান, কাউসার সহ বিভিন্ন নেতৃবৃন্দ ছিল, এই সময় ভিকটিম ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন গণ অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ।

Advertisement

গন অধিকার পরিষদের পক্ষ থেকে ৫ দফা দাবি জানানো হয়।
১। গণ ধর্ষণের অভিযোগে দায়ের কৃত মামলার সকল আসামীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।
২। ভুক্তভোগীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা আগামী ২৪ ঘন্টা মধ্যে প্রত্যাহার করতে হবে।
৩। আগামীতে যে কোন ধর্ষণ ও ইভটিজিং কারীদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিতে হবে।
৪। মেঘনা চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি রোধে পুলিশ কে আরো বেশি তৎপর হতে হবে।
৫। দুই পক্ষের বাড়ি ভাঙচুরে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে।