মডেল মেঘনা আলম কারামুক্ত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার   ৩০ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৭ ১৪৩২ :

অবশেষে মুক্তি পেয়েছেন আলোচিত মডেল ও ২০২০ সালের মিস আর্থ মেঘনা আলম।

Advertisement

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

এই কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার রাইজিংবিডি ডটকমকে মেঘনা আলমের মুক্তির তথ্য দিয়েছেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৩০ দিনের আটকাদেশে ১০ এপ্রিল কারাগারে যেতে হয় মেঘনা আলমকে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ওই আটকাদেশ প্রত্যাহার করা হয়।

Advertisement

ধানমন্ডি থানার মামলায়ও জামিন পান মেঘনা আলম। মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে।

 

আটকের সময় ফেসবুক লাইভে এসে তার দরজায় আঘাত করার তথ্য দিয়ে তাকে রক্ষার জন্য আহ্বান রাখার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এই ধরনের আটকের ঘটনার সমালোচনা করে অনেকে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি তোলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলও তখন বলেছিলেন, আটকের প্রক্রিয়াটি ঠিক ছিল না; তবে তাকে আটকের মতো অভিযোগ ছিল পুলিশের কাছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, মেঘনা আলম, দেওয়ার সমিরসহ নাম না জানা ২-৩ জন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। তারা সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলেন। তারা অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছেন।

Advertisement

দেওয়ান সমির কাওয়াই গ্রুপের নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক।

মডেল মেঘনা আলম।