প্রমাণ রাখতে নারী ইয়াবা সেবনকারীর ভিডিও ধারণ, আটক ৪ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), মাদারীপুরের শিবচর প্রতিনিধি,সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২০ ১৪৩১ :

মাদারীপুরের শিবচরে প্রমাণ রাখতে নারী ইয়াবা সেবনকারীর ভিডিও ধারণ শেষে ৪ জনকে আটক করলেন থানার ওসি।

Advertisement

বোববার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ‘বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি’ গ্রামের কালু খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


মাদকসেবী আটকের অভিযানকালে প্রমাণ রাখতে ঘরের বাইরে থেকে গোপনে প্রথমে তাদের ইয়াবা সেবনের দৃশ্য নিজ মোবাইলে ধারণ করেন শিবচর থানার ওসি রতন শেখ। পরে তাদের আটকের পর আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


আটকরা হলেন: দত্তপাড়া ইউনিয়নের ‘বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি’ গ্রামের মনির হাওলাদারের স্ত্রী রাসনা আক্তার (২৮) এবং তার তিন সহযোগী ফরিদপুরের নগরকান্দা থানার জঙ্গরদী গ্রামের দেলোয়ার শেখের ছেলে আরমান শেখ (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ শায়েস্তাবাদ গ্রামের রেজা হাওলাদার ওরফে হৃদয় (২৭) ও মাদারীপুরের শহীদ শেখের ছেলে শফিকুল ইসলাম (২৬)।

Advertisement


পুলিশ জানায়, একটি চক্র ইয়াবা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ওসি রতন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে বোববার ভোররাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ‘বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি’ গ্রামের কালু খানের বাড়িতে অভিযানে যায়। এ সময় ঘরের মধ্যে এক নারী মাদকসেবীসহ ৪ জন মাদকসেবী অবস্থান করে ইয়াবা সেবন করছিল। বিষয়টি বুঝতে পেরে প্রমাণ রাখতে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে ওসি নিজ মোবাইলে মাদক সেবনের ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, এক নারী ও তার তিন সহযোগী পুরুষ একটি ঘাটের ওপর বসে ইয়াবা সেবন করছেন। মোবাইলে ভিডিও ধারণ শেষে পুলিশ ঘর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রাসনা আক্তার, আরমান শেখ, রেজা হাওলাদার ওরফে হৃদয় ও শফিকুল ইসলামকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ। পরে থানা পুলিশ মাদক আইনে মামলার পর রোববার বিকেলে তাদের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

 


নিয়মিত মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ।
মাদারীপুরের শিবচরে চার ইয়াবা সেবনকারীকে আটক করেছে পুলিশ। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)