ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ || মাঘ ১৬ ১৪৩১ :
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুক্তি পাওয়া এই নারী সেনা এরইমধ্যে ইসরাইল ভূখণ্ডে প্রবেশে করেছেন বলে আইডিএফ নিশ্চিত করেছে।
Advertisement

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সি ইসরাইলি নারী সেনা আগাম বার্জারকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
মুক্তি দেয়ার পর তিনি সামরিক পোশাক পরে হামাস সেনাদের সঙ্গে হেঁটে গিয়ে মঞ্চে উঠেন। এরপর রেড ক্রসের গাড়িতে ওঠার আগে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন।
Advertisement

আইডিএফ এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, জিম্মি থেকে মুক্ত আগাম বার্জার ‘দক্ষিণ ইসরাইলের একটি প্রাথমিক অভ্যর্থনা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে তার বাবা-মায়ের সাথে মিলিত করা হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল সরকার সকল জিম্মি এবং নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ আরও ৭ জিম্মিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। তাদের মধ্যে আরও দুই ইসরাইলি নাগরিক এবং পাঁচজন থাই নাগরিক রয়েছেন। তাদের মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে।
Advertisement


চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস


