বাবুনগরী-মামুনুলদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত পিবিআইতে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রকিনিধি,০৭ ডিসেম্বর : ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে হেফাজতের তিন নেতার বিরুদ্ধে হওয়া দুটি রাষ্ট্রদ্রোহ মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ৪ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এর আগে সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জোনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা হয়। মামলা দুটি করে মুক্তি যুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

এদিকে সারাদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের  নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ বিভাগকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেই সাথে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গচুরের ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন আদালত।