দল ভাঙার চেষ্টা করছে সরকার: বিএনপি

SHARE

bnpওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজনীতি প্রতিনিধি,০৬ মে : খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করে সরকার দল ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির। নির্বাচনের আগে তিনি মুক্তি না পেলে দলের সিদ্ধান্ত ভেঙে একটি অংশ ভোটে লড়তে পারে বলেও শঙ্কা জ্যেষ্ঠ নেতাদের। তবে এই ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হবে না মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব।

চেয়ারপাসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন ধরে নিয়েই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পাশাপাশি রাখা হয়েছে দল প্রধান মুক্তি না পেলে সেই সময়ের করনীয়।

তবে কেন্দ্র্রীয় সিদ্ধান্ত অমান্য করে সরকারের প্ররোচনায় দলের কোনও কোনও নেতা নির্বাচনে অংশ নিতে পারেন বলেও শঙ্কা আছে দলে।

আর এ বিষয়টি বিবেচনায় রেখেই, সরকার যেন বিএনপি ভাঙতে না পারে, তা নিয়ে সতর্ক থাকতে কারাগার থেকে বার্তা পাঠিয়েছেন খালেদা জিয়া।

এর আগেও বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে দাবি করে দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, অতীতে দলের সাথে বেঈমানি করাদের পরিণতি ভালো হয়নি।