১৫ লাখ ইয়াবসহ আটক ১২

SHARE
yaba_84988ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম প্রতিনিধি,২৪ জুন : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের বহির্নোঙর এলাকা থেকে মিয়ানমারের ৫ নাগরিকসহ ১২ জনকে আটক করেছে র‌্যাব-৭। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বলেন, শুক্রবার রাতে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ‘মায়ের দোয়া’ নামের একটি ট্রলার থেকে ইয়াবার ওই চালান আটক করা হয়।
তিনি বলেন,  ট্রলারে থাকা ১২ জনকে র‌্যাব আটক করেছে। তাদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিক।
তিনি আরও জানান, ইয়াবার এই চালান পটিয়া উপজেলার নন্দেরখীলের মোহাম্মদ মমতাজ নামের এক ব্যক্তির কাছে যাচ্ছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবদে জানিয়েছে।
র‌্যাবের দাবি, মিয়ানমার ও বাংলাদেশের একটি সংঘবদ্ধ চক্র মাছের ব্যবসার আড়ালে ট্রলারে ইয়াবা পাচারে জড়িত।