
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বলেন, শুক্রবার রাতে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ‘মায়ের দোয়া’ নামের একটি ট্রলার থেকে ইয়াবার ওই চালান আটক করা হয়।
তিনি বলেন, ট্রলারে থাকা ১২ জনকে র্যাব আটক করেছে। তাদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিক।
তিনি আরও জানান, ইয়াবার এই চালান পটিয়া উপজেলার নন্দেরখীলের মোহাম্মদ মমতাজ নামের এক ব্যক্তির কাছে যাচ্ছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবদে জানিয়েছে।
র্যাবের দাবি, মিয়ানমার ও বাংলাদেশের একটি সংঘবদ্ধ চক্র মাছের ব্যবসার আড়ালে ট্রলারে ইয়াবা পাচারে জড়িত।