ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ব্রাহ্মণবাড়িয়া-২ প্রতিনিধি,শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ || মাঘ ৯ ১৪৩২ :
টিস্যু পেপার-বৃদ্ধাঙ্গুলি দেখানো ও গালি দেওয়ায় নির্বাচন কমিশনে (ইসি) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
Advertisement
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তিনি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে অভিযোগপত্র হস্তান্তর করেন। এ সময় কয়েকজন নির্বাচন কমিশনারের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।
লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, নির্বাচনি প্রচার কেন্দ্র করে এলাকায় পরিকল্পিতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।
Advertisement
অভিযোগে বলা হয়, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে খালেদা জিয়ার মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তার সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তাকে উদ্দেশ করে ‘রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই’ এমন বক্তব্য দেওয়া হয়, যা তার এবং তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
তিনি আরো অভিযোগ করেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়।
Advertisement
রুমিন ফারহানার অভিযোগ অনুযায়ী, একটি বড় রাজনৈতিক জোট-সমর্থিত প্রার্থীর পক্ষে তার নির্বাচনি এলাকায় নিয়মিতভাবে আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ব্যয়বহুল প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ করে সভা-সমাবেশ করা হচ্ছে এবং তাকে প্রকাশ্যে অশালীন ও মানহানিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে। এসব বক্তব্য ও কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
তিনি দাবি করেন, মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তারা এসব লঙ্ঘনের ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অথচ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে ও তার সমর্থকদের বিরুদ্ধে ইতোমধ্যে দুই দফায় ১০ হাজার এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সংবাদমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, “আমাকে টিস্যু পেপার বলা হয়েছে, মমতাজ বেগম ও নর্তকী হিসেবেও আক্রমণ করা হয়েছে। আমি ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছি, আমার লোকজনকে মারধর করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ছোট একটি টেবিল নিয়ে কর্মসূচি করলেও আমাকে জরিমানা করা হয়।”
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
তিনি আরো বলেন, “ভোট যদি সুষ্ঠুভাবে হয় এবং চুরি না হয়, তাহলে আমি জনগণের ভোটেই জয়ী হব।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।


