
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুষ্টিয়া প্রতিনিধি,সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ || মাঘ ৫ ১৪৩২ :
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম।
Advertisement
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া পৌরসভার তারার মোড়ে সমাবেশে তার অসুস্থ হওয়া ঘটনা ঘটে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে আজ কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
Advertisement
কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে একতারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন অধ্যাপক আবুল হাশেম।
বক্তব্য দেওয়ার সময় হঠাৎ দুর্বল হয়ে পড়েন এবং মঞ্চে বসে যান আবুল কাশেম। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার ইন্তেকালে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


