(ভিডিও)দায়িত্ব পালনের সময় ইনচার্জ ব্যতীত অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজনীতি প্রতিনিধি, মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭ :

ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

Advertisement

(এনসিপি থেকে মনোনয়ন নিলেন তাসনিম জারা )

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে দায়িত্ব পালনে মনোযোগ ব্যাহত হচ্ছে, সতর্ক নজরদারি কমে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে।

ডিএমপি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় কেবলমাত্র ইনচার্জ নিজ দায়িত্বের প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কোনো পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার শৃঙ্খলা পরিপন্থি কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।