(ভিডিও)‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),চট্টগ্রামের কর্ণফুলী প্রতিনিধি, রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২ :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়েবাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতি হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের অল্প দূরত্বে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা রাতে নিজ বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা ৮ জন ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢোকে। অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষে আটকে রেখে এবং আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

নববধূর শ্বশুরবাড়ির সদস্য মো. আলমগীর বলেন, ডাকাতদের মুখোমুখি হলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কোনো পদক্ষেপ নেননি। বরং অস্ত্র তাক করলে তারা পিছু হটে যান। পরে আমরা নিজ উদ্যোগে ডাকাতদের পিছু নিই কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাকাত দলের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে উপস্থিত ছিল। তাদের ধারণা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।