(ভিডিও)মোহাম্মদপুরে ভাইরাল হওয়া ছিনতাইয়ের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),মোহাম্মদপুরের বসিলা প্রতিনিধি, রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২ :

মোহাম্মদপুরের বসিলা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাই ঘটনার মূল হোতা শাওন (১৯) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (০৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় আর্মি টহল দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন- মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।

Advertisement

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেনাবাহিনী সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে তৎপরতা শুরু করে। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

শনিবার তাদের একজন ঢাকায় ফেরত আসলে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে শাওনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে, ভাইরাল ভিডিওতে তিনিই ছিলেন। তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র একটি সামুরাই সেনা টহল দলের কাছে হস্তান্তর করে। আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল আইনের আওতায় আসবেই। ইতিপূর্বে এলাকার বেশিরভাগ ছিনতাই ও সন্ত্রাসী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনো পলাতক, তাদেরও শিগগিরই আইনের মুখোমুখি করা হবে।