ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),মদনপুর প্রতিনিধি, রোববার ২৬ অক্টোবর ২০২৫ || কার্তিক ১০ ১৪৩২ :
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা এবং চালককে ছুরিকাঘাতের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। তবে ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী একটি গাড়ির যাত্রী নাজির উদ্দিন শাহ নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ২০ মিনিটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। ভিডিওটি পোস্ট করার পর থেকে সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাম পাশের দরজা খুলে আরেকজন একইভাবে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশার পেছনে ঝুলে থাকা ওই যুবক সেটির চালক।
এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। তবে ঘটনাস্থল শনাক্ত করতে ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সেটা আমরা যাচাই-বাছাই করছি।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘কোনো ভিডিও দেখে সঠিক স্থান নির্ধারণ করা সহজ নয়। তবে আমরা চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে, ঘটনাটি মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোনো স্থানে ঘটেছে। বিষয়টি শনাক্তে তদন্ত চলছে।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সময় সংবাদকে বলেন, ‘সম্প্রতি একটি সিএনজি ছিনতাই করার ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, উল্লেখিত তারিখ ও সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীরা জনৈক চালক বা মালিকের কাছ থেকে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তি লাফ দিয়ে সিএনজির পেছনে উঠে যায়। ওই ব্যক্তিকে সিএনজি থেকে নামানোর জন্য সিএনজির ভিতরে থাকা দুইজন ছিনতাইকারী ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে সিএনজির পেছন থেকে নামাতে ব্যর্থ হয়ে দুইজন ছিনতাইকারীর মধ্যে একজন ছিনতাইকারী ওই ব্যক্তিকে একটি মোবাইল ফোন ফেরত দেয়। ছিনতাই এর ভাইরাল ভিডিওটি পেছনে একটি বাসে থাকা কোন ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয়।’
Advertisement
জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এই সংক্রান্ত বিষয়ে মদনপুর সিএনজিস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক অনুসন্ধান করা হয়েছে। তবে ওই অটোরিকশাটি বা ছিনতাইকারী চক্রের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ছিনতাই সংক্রান্তে এখন পর্যন্ত বন্দর থানায় কেউ কোনো মামলা বা অভিযোগও দায়ের করেনি।’



