(ভিডিও) ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিনোদন প্রতিনিধি, রোববার   ১২ অক্টোবর ২০২৫ ||  আশ্বিন ২৭ ১৪৩২ :

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গত ছয় মাস ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তার পরিবার এই বেদনাদায়ক খবরটি নিশ্চিত করেছে।নিরাপদ সড়ক চাই’ এর একটি সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রথম এ তথ্য জানান। পরবর্তীতে তার জামাতা আরিফুল ইসলাম বিস্তারিত তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইলিয়াস কাঞ্চন লন্ডনের স্বনামধন্য হার্লি স্ট্রিট ক্লিনিকের একজন অনকোলজিস্টের তত্ত্বাবধানে রয়েছেন। গত ২৬ এপ্রিল থেকে তিনি লন্ডনে তার মেয়ের বাসায় অবস্থান করছেন। চিকিৎসার অংশ হিসেবে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি মস্তিষ্কের ঝুঁকিপূর্ণ স্থানে থাকায় চিকিৎসকরা সম্পূর্ণ টিউমার অপসারণ করতে পারেননি।

 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

বর্তমানে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে টিউমারের অবশিষ্ট অংশ নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। তার জামাতা জানান, দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও ঘরবন্দী জীবনের কারণে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি ক্লান্ত থাকছেন এবং কথা বলতেও তার কষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তাকে ফোনে কথা বলা থেকেও বিরত রাখা হয়েছে।

Advertisement

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে চলচ্চিত্র অঙ্গনসহ সারাদেশে তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সকলে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।